আল-মামুন,খাগড়াছড়ি:: করোনাকে নয় ভয়, সচেতনতা দিয়েই করতে হবে জয় মন্তব্য করে পার্থ ত্রিপুরা জুয়েল বলেন, সরকারি নির্দেশনা ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিরোধে গড়তে হবে প্রাণঘাতি মরণব্যাধি করোনার বিরুদ্ধে। বুধবার খাগড়াছড়ি পৌর শহরের হাসপাতাল গেইট-মোল্লাপাড়া, পানখাইয়াপাড়ার মারমা উন্নয়ন সংসদ,আনন্দনগর,ও ইসলামপুর এলাকায় দূর্গত মানুষদের মাঝে খাদ্য সামগ্রী উপহার তুলে দিয়ে তিনি এসব কথা বলেন।
ব্যাক্তিগত অর্থায়নে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল খাগড়াছড়ি পৌর এলাকার প্রায় ৩ হাজার মানুষের মধ্যে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কাজে নেমেছেন। নিজের সঞ্চিত অর্থে ব্যাক্তিগত উদ্যোগে তিনি ধারাবাহিক ভাবে গৃহবন্দি ও কর্মহীন, অসহায়দের মধ্যে তিনি এসব ত্রান পৌঁছে দিচ্ছেন।
এর মধ্যে ১২ থেকে ১৫তম ধাপে হাসপাতাল গেইট-মোল্লাপাড়ায় ৪০ পরিবার, পানখাইয়াপাড়ার মারমা উন্নয়ন সংসদে ৬৫ পরিবার,আনন্দনগর ১১০ পরিবার ও ইসলামপুর এলাকায় ১৫৭ পরিবারসহ মোট ৩৭২ পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে জনপ্রতি ৫ কেজি চাল,১ কেজি আলু,আধা কেজি তেল, আধা কেজি ডাল, আধা কেজি লবণ ও আধা কেজি পেঁয়াজ তুলে দেওয়া হয়। এরই মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায় পেল পার্থ ত্রিপুরার উপহার।
এ সময় তিনি সকলের প্রতি সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সাবান দিয়ে হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করার অনুরোধ জানান। পার্থ ত্রিপুরা জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে খাগড়াছড়ির এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার পরামর্শে ব্যাক্তিগত অর্থে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। মহামারি করোনার প্রভাবে পৌর এলাকার কর্মহীন,অসহায়,গরীব,দুস্থ মানুষের কষ্টে সকলের সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।
এতে খাগড়াছড়ি পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক,খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা,সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম ফারুক,ওয়ার্ড কমিশনার আব্দুল মজিদ,পৌর ছাত্রলীগের সভাপতি রেজাউল করিমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।