আল-মামুন,খাগড়াছড়ি :: খাগড়াছড়ি কৃষি গবেষনা এলাকা সংলগ্ন ধর্মঘর এলাকায় ১শ ২০ পরিবারকে খাদ্য উপহার পৌঁছে দিল বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদ। সোমবার সকালে করোনায় কর্মহীন,ঘরবন্দি,অসহায় মানুষগুলোর মধ্যে এ খাদ্য সামগ্রী উপহার তুলে দেন বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু, উপদেষ্টা ও খাগড়াছড়ি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোয়াই মারমাসহ এলাকার জনপ্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রাণঘাতি মরণ ব্যাধি করোনা মোকাবেলায় বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদ নানামূখী উদ্যোগ হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন উপজেলাসহ জেলা সদরের প্রত্যন্ত এলাকায় প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মহীন,দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী উপহার পৌঁছে দিচ্ছে বৃহত এই সংগঠনটি। সংগঠনটির পক্ষ থেকে কর্মহীনদের জন্য চাল তুলে দেওয়া হয়।
খাদ্য উপহার পৌঁছে দিয়ে মারমা উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, এখন দেশের মানুষ করোনার কারণে কষ্টে দিন যাপন করছে। তাই দল,মত নির্বিশেষে একে অপরের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিতে হবে। পাশাপাশি “মানুষ মানুষের জন্য” প্রবাদটির বাস্তব উদাহরণ দিয়ে নিজেদের আর্ত-মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করার সময় এসেছে বলে তিনি মন্তব্য করেন।