আজ ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

আবুল কাসেম ভূইয়া মাটিরাঙ্গায় মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী 

নুরুল আলম:: আসন্ন মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন সম্ভাব্য মেয়র প্রার্থী ও ০২ নং তবলছড়ি ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া। মঙ্গলবার(০১ ডিসেম্বর ) মাটিরাঙ্গা উপজেলা জলপাহাড় মিলনায়তনে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়। তিনি মাটিরাঙ্গা ০২নং তবলছড়ি ইউনিয়নের পর পর তিনবার নির্বাচিত চেয়ারম্যান ও দায়িত্ব পালন করছেন।

আবুল কাসেম ভূইয়া বিগত দিনে দলের জন্য নিজের ত্যাগের কথা উল্লেখ করে বলেন, আগামী পৌরসভা নির্বাচনে তিনি মাটিরাঙ্গা পৌরসভা থেকে মেয়র হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। দলীয় মনোনয়ন পেলে তিনি নির্বাচনে অংশগ্রহন করবেন। দলীয় সিদ্ধান্তকে তিনি মেনে নিবেন। তাই মনোনয়ন পেতে তিনি দলীয় মূল্যায়ন পাবেন বলে আশাবাদী।

মেয়র নির্বাচিত হলে শুধু পৌর এলাকায় নয় পুরো মাটিরাঙ্গা উপজেলায় ব্যাপক উন্নয়ন করবেন বলে জানান। মতবিনিময় সভায় সংবাদ কর্মীসহ জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!