আজ ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

মাটিরাঙ্গায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নুরুল আলম (৩৫) নামের এক মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালের দিকে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। সে মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের মালেক মাষ্টারপাড়ার মাসুক মিয়ার ছেলে।

গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন জানান, সে দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিলো। তাকে বিভিন্নস্থানে চিকিৎসা করেও ভাল হয়নি। যখন তখন যে কোন কারণে রেগে যেত। মানসিক রোগে ভোগার কারনে একবছর আগে তার স্ত্রী কাকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে চলে গেছে জানিয়ে তিনি বলেন, সাফায়েত হোসেন (৮) নামে একটি ছেলে আছে।

মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি যাছাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!