চাইন্দামনি মেলায় প্রকাশ্যে গত ২৬ মার্চ রাত থেকে আজও (২৭ মার্চ শনিবার) মেলার পাশে তেতুল গাছের তলায় জুয়া চলছে । সমাজের কিছু দুষ্টচক্রের মদদে তেতুল তলার ঝোর ঝাড়ে এই জুয়া চলছে।
জুয়া খেলা চলার বিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান কে জানানো হলে তিনি উক্ত মেলায় মোতায়নরত পুলিশের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। উল্লেখিত প্রকাশ্যে জুয়া খেলার বিষয়ে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ কে অবগত করা হয়েছে।
Leave a Reply