নিজস্ব প্রতিবেদক:: অনিয়ম, দূর্নীতির আরেক নাম খাগড়াছড়ি’র গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার। সরকারের উন্নয়নের ছোয়াঁয় উপজেলার প্রাণকেন্দ্রে নান্দনিক শিক্ষা প্রতিষ্ঠানটি বাহির থেকে অনেক সুন্দর হলেও ভিতরে দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে। মূলত অভিযোগগুলো মাদ্রাসার সুপার জায়নুল আবেদিনের বিরুদ্ধে । গুইমারা উপজেলার একমাত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সুপার জায়নুল আবদীনের প্রতিহিংসা ও স্বেচ্ছাচারিতার কারণে ২০১৯ সালের শিক্ষার্থী […]
নুরুল আলমপ্রকৃতির অপরুপ সৌন্দর্য্য পাহাড় রাণী খাগড়াছড়ি। উচু নিচু অসংখ্য পাহাড় আর পাহাডের বুকে নাম জানা এবং না জানা নানা রকম গাছের সবুজ পাতার রঙে রঙে সজ্জিত পাহাড়কে মনে হয় যেন এক সবুজের অভয়ারণ্য। আঁকাবাঁকা উচু নিচু ঢেউ তোলা সবুজ পাহাড়ের বুকচিরে কালো পিচের সর্পিল রাস্তা দিয়ে পথ চলতে চলতে পাহাড়ের অপরুপ সৌন্দর্য যে কোন […]
নিজস্ব প্রতিবেদক:: পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২১বছরপূর্তি কাল রবিবার। পাহাড়ে চুক্তির বাস্তবায়ন নিয়ে পার্বত্যবাসীদের মধ্যে নানা প্রশ্ন এখনো উকি দেয়। ২রা ডিসেম্বর ১৯৯৭সালে বর্তমান সরকার ও জনসংহতি সমিতির মধ্যে চুক্তি স্বাক্ষরের মধ্যে দিয়ে এখানকার দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটানো হয়। বাস্তবে আজ ২১বছর পূর্তিকালে এ রক্তপাত বন্ধ হয়েছে কিনা এ নিয়েও নানা প্রশ্ন পার্বত্যবাসীর মাঝে ঘুরপাক […]