
২৮মার্চ রবিবার দুপুরে খাগড়াছড়ির গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ছয় পরিবারকে ঢেউ টিন ও চেক হস্তান্তর করেন। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) রাজ কুমার শীল, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, সদর ইউপি মেম্বার জনার্ধন সেন প্রমুখ।
প্রসঙ্গত: গত ২৭মার্চ দুপুরে ১২টায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার দার্জিলিং টিলা এলাকায় রান্নাঘর থেকে সৃষ্ট অগ্নিকান্ডে ৬টি পরিবারের বসতঘর সহ ৮টি ঘর পুড়ে ভষ্মিভুত হয়ে যায়। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।Exif_JPEG_420