
গুইমারা উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ডাক্তারটিলা এলাকায় ৬ এপ্রিল ২০২১ আনুমানিক সকাল ১১ ঘটিকায় নূর বানু স্বামি- মৃত, নুরুল ইসলাম নামক অসহায় বিধবা মহিলার বসতঘর সম্পূর্ণরূপে আগুনে পুড়ে ভস্মীভূত হইয়ে যায়।অগ্নিকান্ডের সংবাদ পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিভাতে সহযীগিতা করে।অগ্নিকান্ডে প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয় বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এবং অগ্নিকান্ডের সুত্রপাত এখনো জানা যায়নি।
পুড়ে যাওয়া পরিবার কে উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ তাৎক্ষণিক উপস্থিত হয়ে অসহায় মহিলাকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। এছাড়াও সরকারি সাহায্য প্রদানের আশ্বাস দেন।