আজ ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে সাংবাদিক সত্যজিৎ’র ওপর হামলাকারীদের শাস্তি দাবী

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়িতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত সভায় সাম্প্রতিক সময়ে পানছড়িতে ইউপি চেয়ারম্যান’র নেতৃত্বে সাংবাদিক এস. চাঙমা সত্যজিৎ’র ওপর হামলাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। এই ঘটনায় সত্যজিৎ চাকমা, পানছড়ি থানায় মামলার জন্য লিখিত এজাহার দাখিল করলেও প্রশাসন এখনো পর্যন্ত কোন প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভও প্রকাশ করেন সাংবাদিকরা।

সোমবার বিকেলে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে/ রেজি: নং ২৮০৮)-এর কার্যালয়ে কেইউজে’র সভাপতি প্রদীপ চৌধুরী’র সভাপতিত্বে এবং সা: সম্পাদক সৈকত দেওয়ান’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, গত ২৭ এপ্রিল (মঙ্গলবার) পানছড়ি প্রেসক্লাবের জন্য প্রশাসন প্রস্তাবিত জায়গায় সহকর্মীদের সাথে নিয়ে সাইনবোর্ড লাগাতে গেলে পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা নাজির হোসেন অকথ্য ভাষায় গালাগালি করেন।

প্রবীন সাংবাদিক এস. চাঙমা সত্যজিৎ তার প্রতিবাদ করলে তাঁর নির্দেশে পালিত ক্যাডাররা সত্যজিৎকে কিলঘুষি মেরে মারাত্মক আহত করে। এই ঘটনায় স্থানীয় সাংবাদিক ও সাধারণ প্রত্যক্ষদর্শীরা বিক্ষুব্ধ হলেও ক্ষমতাসীন দলের প্রভাবশালী এই জনপ্রতিনিধির ভয়ে দৃশ্যমান কোন প্রতিবাদ উচ্চারণ করতে পারেননি।

সোমবার বিকেলের সভায় পানছড়ি ছাড়াও জেলাশহর এবং উপজেলাগুলোতে সাংবাদিকদের ওপর প্রভাবশালীদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনার নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন,কেইউজে’র প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজম ও সা: সম্পাদক কানন আচার্য্য,পানছড়ি প্রেসক্লাব সভাপতি জয়নাথ দেব, কেইউজে’র যুগ্ম-সম্পাদক লিটন ভট্টাচার্য্য রানা, অর্থ সম্পাদক নুরুচ্ছাফা মানিক,সাবেক অর্থ সম্পাদক রফিকুল ইসলাম,আজকালের খবর’র প্রতিনিধি আল মামুন, প্রতিদিনের সংবাদ’র জেলা প্রতিনিধি শংকর চৌধুরী এবং এশিয়ান টিভি’র প্রতিনিধি বিপ্লব তালুকদার প্রমূখ।

সভার শুরুতে কেইউজে’র সহ-সভাপতি দুলাল হোসেন’র মা কাজী শামসুন্নাহার বেগম’র মৃত্যুতে তাঁর আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তারা পানছড়ির সাংবাদিক এস. চাঙমা সত্যজিৎ’র ওপর সংঘটিত হামলার বিচার দাবি করে আরো বলেন, প্রশাসন শীঘ্রই এই ঘটনার তদন্তপূর্বক সুষ্ঠু কোন ব্যবস্থা গ্রহল করলে সাংবাদিক সমাজের পক্ষ থেতে নিয়মতান্ত্রিক প্রতিবাদী কর্মসূচি পালনেরও প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!