আজ ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

মানিকছড়িতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে ৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক সভায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পে মানিকছড়িকে অগ্রাধিকার দেওয়ায় উপজেলা বাসী, ক্রীড়ামুদি খেলোয়াড় ও সুধী সমাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয় ।

জানা গেছে, খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রবেশদ্বার ও মংরাজার প্রাচীন আবাসস্থল মানিকছড়ি উপজেলায় সমতল ও পাহাড় ঘেরা জনপদে একটি স্টেডিয়াম নির্মাণের জন্য এখানকার ক্রীড়ামুদি খেলোয়াড়, দর্শক ও সুধী সমাজের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল।

দেশের ক্রীড়াঙ্গনকে নতুন সাজে সাজিয়ে তুলতে আধুনিক নানাবিধ প্রকল্পের অংশ হিসেবে দেশব্যাপী উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণে পরিকল্পনা গ্রহন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আর এসব স্টেডিয়াম নামকরণ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল মিনি স্টেডিয়াম।
ফলে গত ৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় মানিকছড়ির মহামুনিস্থ চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক ঘেঁষে, মহামুনি বাসস্টেশন এর দক্ষিণ-পশ্চিম পাশে মানিকছড়ি খালের পাড়ে তিন (৩) একর খাস ভূমির ওপর স্টেডিয়াম নির্মাণ প্রকল্পটি অনুমোদন প্রাপ্ত হয়।

উল্লেখ্য যে, ১৯৮৮ সালে তৎকালীণ সামরিক সরকার প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ মানিকছড়ি উপজেলায় সফরকালে উক্ত জায়গায় একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও পরবর্তীতে এটি আর হয়ে উঠেনি। সেই প্রত্যাশিত ভূমিতে মিনি স্টেডিয়াম পাচ্ছে মানিকছড়িবাসী।

শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণে একনেক সভায় প্রকল্প অনুমোদনের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ বলেন, উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!