আজ ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

গুইমারায় ২৪ আর্টিলারী ব্রিগেডের উদ্যোগে পাহাড়ি বাঙালিদের মাঝে কাপর  বিতরন

নুরুল আলমঃ খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার আমতলিপাড়া  এলাকায় পাহাড়ি বাঙালিদের মাঝে গুইমারা ২৪ আর্টিলারী ব্রিগেডের উদ্যোগে ২২ জন বাঙালি ও ৩০ জন উপজাতি মোট ৫২ জন পুরুষ ও মহিলাদের মাঝে কাপর বিতরন করা হয়। আজ ৯মে রবিবার দুপুর ১২ ঘটিকার দিকে মেজর তাজুল ইসলাম পিএসসি এর উপস্থিতিতে কাপর বিতরণ করেন। 

মেজর তাজুল ইসলাম পিএসসি অত্র এলাকায় দায়িত্ব প্রাপ্ত হয়ে আসার পর থেকে নানা ভাবে পাহাড়ি বাঙালিদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। 

পার্বত্যাঞ্চলে পাহাড়ি বাঙালিদের যে কোনো দুর্যোগ মোকাবেলায় ও আপদে বিপদে বাংলাদেশ সেনা বাহিনী পাশে থেকে সাহায্য সহযোগিতা সহ সকলের নিরাপত্তা দিয়ে যাচ্ছে।তারই ধারাবাহিকতায় গুইমারা ২৪ আর্টিলারী ব্রিগেড কোভিড-১৯ এর কারনে লকডাউন চলাকালীন সময়ে ঘরবন্দি হতদরিদ্র পরিবারদের শাড়ি কাপর দিয়ে সহযোগিতা করছে।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!