আজ ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

পাহাড়ি এলাকায় বেড়েই চলেছে সড়ক দূর্ঘটনা  

নিজস্ব প্রতিবেদকঃ রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি-খাগড়াছড়ির দীঘিনালা সড়কের দুই টিলা এলাকায় তামাকবাহী চাঁদের গাড়ী উল্টে গাড়ির হেলপার মোফাজ্জল নিহত ও চালক এরশাদ সহ গুরুতর আহত ৩ জন, তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ১৭ মে সোমবার সকাল ৭ ঘটিকায় এই দূর্ঘটনা ঘটে।

এছাড়াও, খাগড়াছড়ি জেলা সদরের ভাইবোনছড়া বাজারে ১৪মে শনিবার পবিত্র ঈদ-উল ফিতরের দিন  অটোরিক্সা ও মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংর্ঘষে ঘটনা স্থলেই পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের আনসার পিসি মো. নাসির উদ্দীনের পুত্র মোঃ নাঈম হোসেন (১৩) নিহত হয়।

ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক  আল আমিন (১৫) পা ভেঙ্গে আহত অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এছাড়াও প্রতিদিন উল্লেখযোগ্য হারে বিভিন্নস্থানে দুর্ঘটনা ঘটেই চলেছে।

অপ্রাপ্ত বয়স্ক ও লাইসেন্স বিহীন চালকের কারণে এ সকল দুর্ঘটনা ঘটছে বলে দাবী সচেতন মহলের। এসকল অপ্রাপ্ত বয়স্ক ও লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপ জরুরী।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!