আজ ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বাটনাতলী ইউনিয়ন পরিষদ ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ২নং বাটনাতলী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নব-নির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩০ মে) বেলা ১২টার দিকে খাগড়াছড়ির সাংসদ ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কর্ফোস কমিটির চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা ফলক উন্মোচনের মধ্য দিয়ে প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি উদ্বোধন করেন।

মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় ও বাটনাতলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভা মেয়র নির্মলেন্দু চৌধুরী, উপজেলা আ.লীগ সভাপতি ও চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দিন, এম.এ জব্বার, আশুতোষ চাকমা, শাহিনা আক্তার, জেলা আ.লীগ সভানেত্রী ক্রইসানু চৌধুরী, জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান, ইএনও তামান্না মাহমুদ, ওসি মো. শাহনূর আলম।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!