নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার হাজারো অসহায় চিকিৎসাসেবা বঞ্চিত মানুষের কথা চিন্তা করে মানিকছড়ি পুরাতন উপজেলার মাস্টারপাড়া শাহী জামে মসজিদের পার্শ্বে নিজস্ব জমিতে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট কর্তৃক পরিচালিত দারিদ্র বিমোচন প্রকল্পের ব্যবস্থাপনায় ও মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ মানিকছড়ি শাখার তত্বাবোধায়নে “মাইজভান্ডারী দাতব্য চিকিৎসালয়’র শুভ উদ্বোধন করা হয়েছে।
১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান ও মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি মানিকছড়ি শাখার প্রধান উপদেস্টা মোঃ শফিকুর রহমান ফারুক এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সমন্বয়কারী মোঃ মনির হোসেন এর সঞ্চলনায় অনুষ্টিত উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মোঃ জয়নাল আবেদীন। এছাড়াও উদ্বোধক হিসেবে উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান ডলী চৌধুরাণী, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ রাজ্জাক, তিনটহরী উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক মো. আতিউল ইসলাম, দরিদ্র বিমোচন প্রকল্প পরিচালনা পর্দশদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ, সহ-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী, মাইজভন্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য লোকমান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান আলোচক ও প্রধান অতিথিদ্বয় বলেন, মাইজভান্ডারী হক কমিটির উদ্যোগে দেশের তৃণমূলে অনগ্রসর জনপদে শিক্ষা,স্বাস্থ্যের উন্নয়নের পাশাপাশি দারিদ্র্য বিমোচনে নানাবিধ কার্যক্রম পরিচালনায় মানুষজন উপকৃত হচ্ছে। এধারা অব্যাহত রাখলে মানবসেবার কল্যাণ নিশ্চিত হবে। এ কার্যক্রমে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরাও সম্পৃক্ত থাকবে।
পরে অন্যান্য অতিথি ও সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। “মাইজভান্ডরী দাতব্য চিকিৎসালয়” উপজেলাবাসীর চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। পাশাপাশি এর সাফল্য কামনা করেন।
Leave a Reply