আজ ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

পানছড়ি বাজারের জলাবদ্ধতা; দোকানি ও ক্রেতাদের দূর্ভোগ

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়ির জেলার পানছড়ি উপজেলার একটি প্রাণকেন্দ্র পানছড়ি  বাজার অবস্থিত। সকল সম্প্রদায়ের মিলনমেলায় বাজারটি সারা বছর থাকে জমজমাট। বিশেষ করে হাঁটবারে থাকে বেশি মুখরিত ও জনতার ঢল।

জনবহুল এ বাজারে শুকনো মৌসুমে বিভিন্ন অলি-গলিতে অনায়াসে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমের চিত্র সম্পূর্ন ভিন্ন। বিশেষ করে মোরগ, চাল, পান ও তরকারী বাজারে জমে হাঁটু জল। ফলে দু’পাশের দোকান ও আশপাশের ঘরের মেঝেতেও ঢুকে পড়ে পানি। ভুক্তভোগীরা আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসের ক্ষতি সাধন হওয়ার কথা জানান। এই নিয়ে বাজারফান্ড সহ প্রশাসনিক দপ্তরগুলোর নাই কোন মাথাব্যাথা।

ভুক্তভোগীদের দাবি বাজার ফান্ড প্রতি বছর লক্ষ লক্ষ টাকা রাজস্ব নিলেও উন্নয়নমূলক কর্মকান্ডে এগিয়ে আসেনা। ব্যবসায়ী মহল বাজার ফান্ড প্রশাসন ব্যবসায়ীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যাগুলো শুনে সমাধানে যেন এগিয়ে আসার দাবী জানান।

বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম জানান, বাজারের ড্রেনগুলি ভরাট হওয়ায় ফলে পানি জমে যায়। কোথাও কোথাও ড্রেনেজ ব্যবস্থাও নাই। এ নিয়ে স্থানীয় সাংসদ ও পার্বত্য জেলা পরিষদের আবেদন করা হলেও এখনো কোন সুফল দেখা যাচ্ছেনা।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!