আজ ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

মানিকছড়িতে গৃহবধুর  ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে এক সন্তানের জননী নাছিমা আক্তার (২৪) এর ঝুলন্ত লাশ উদ্ধার। ঘটনা সন্দেহজনক হওয়ায় ইউডি মামলাসহ লাশ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ফটিকছড়ির বাগানবাজার এলাকার মো. মনির হোসেন এর এক ছেলে ও তিন কন্যার মধ্যে দ্বিতীয় সন্তান নাছিমা আক্তারের সাথে পারিবারিকভাবে ২০১৫ সালে বিয়ে হয় মানিকছড়ি পাক্কাটিলার মো. গোলাম মোস্তফার ছেলে মো. আবুল কালামের। তাদের সংসারে ৬ বছরের নাজমুল হোসেন  নামে এক শিশু সন্তান রয়েছে।

রবিবার (১৩ জুন) বিকালে দীর্ঘক্ষণ নাছিমার সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন নাছিমাকে খুঁজতে গিয়ে দেখেন ঘরের শয়ন কক্ষে সিলিংয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে নাছিমা। পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লোকজনের উপস্থিতিতে লাশ উদ্ধার করেন।

গৃহিনীর শ্বশুর পক্ষ ও পিতৃপক্ষের বক্তব্য নিয়ে পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে লাশ মর্গে পাঠিয়েছে।

এদিকে নিহতের নিকটাত্মীয় মো. মাহাবুব বলেন, নাছিমার মৃত্যুর ঘটনার মূলকারণ অনুসন্ধানে পুলিশ খুব আন্তরিক হয়ে কাজ করছে।

অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহনূর আলম জানান, গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যার ঘটনাটির প্রকৃত তথ্য ও রহস্য জানতেই ইউডি মামলা নিয়ে লাশ ময়নাতদন্তে প্ররণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!