আজ ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

রামগড়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির রামগড়ে সাপের কামড়ে ১১ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম তাহমিনা আক্তার। সে দক্ষিন লামকু পাড়া এলাকার মো: আবু তাহের এর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রামগড় উপজেলা ১নং ইউনিয়নের দক্ষিন লামকুপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার তাহমিনা আক্তার নামের শিশুটিকে সাপ কামড় দেয়। সাপের কামড়ে সে গুরুত্ব আহত হয়। এক পর্যায়ে স্থানীয় কবিরার এর চিকিৎসা নেয় শিশুটির পরিবার।

পরে অবস্থার উন্নতি না হলে মঙ্গলবার দুপুরের পরে তাকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে বলে সূত্রটি নিশ্চিত করে।

 রামগড় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রতিক সেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, তাহমিনা নামের এক শিশুকে তার পরিবার হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!