আজ ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

ধর্ষণ ধামাচাপা দিতে সবিতা হত্যাকাণ্ড: আদালতে স্বীকারোক্তি


নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গত মঙ্গলবার সবিতা ত্রিপুরা নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা মামলার আসামী মোহন ত্রিপুরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে খাগড়াছড়ির পুলিশ সুপারের কার্যালয়ে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন বিষয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসামী মোহন ত্রিপুরা দীর্ঘদিন ধরে নিহত গৃহবধূ সবিতা ত্রিপুরাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিচ্ছিল। সবিতা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত মঙ্গলবার দুপুরে বসতবাড়ির অদূরে মোহন ত্রিপুরা তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে শ্বাসরোধ ও ঝিঁরির পানিতে চুবিয়ে মৃত্যু নিশ্চিত করে মরদেহ পাশের আরেকটি ঝিঁরিতে ফেলে দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের বাবা ধন রঞ্জন ত্রিপুরা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মামলা করলেও পুলিশ প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে গতকাল বৃহস্পতিবার মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের মরাটিলা এলাকা থেকে মোহন ত্রিপুরাকে গ্রেপ্তার করে। আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!