আজ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

অবৈধ কাঠ উদ্ধার করেছে মাটিরাঙ্গা জোন সেনাবাহিনী।


নুরুল আলম, :: খাগড়াছড়ি থেকে আসা অবৈধ সেগুন কাঠ বহনকৃত একটি ট্রাক সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাটিরাঙ্গা জোন সদর অতিক্রম করার সময় ডিউটিরত সেনাসদস্য ট্রাকটিকে থামার সংকেত দেন। কিন্তু ট্রাক চালক সংকেত উপেক্ষা করে বেপরয়া ভাবে গাড়ী চালিয়ে জোন সদরের আরপি গেট অতিক্রম করে চলে যায়। জোন সদরের গেটে অবস্থানরত একটি পেট্রোল দ্রæত ধাওয়া করে উক্ত ট্রাকসহ জহুরুল ইসলাম (৪৪) নামক এক কাঠ পাচারকারীকে রসুলপুর এলাকা হতে আটক করে।
গত বুধবার দুপুর আনুমানিক ১ টার দিকে ট্রাকটি নিরাপত্তাবাহীনি আটক করে। পরে মাটিরাঙ্গা ফরেস্ট রেঞ্জের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কাঠ সহ ট্রাকটি জব্দ করে। আটককৃত কাঠের পরিমাণ প্রায় ১শত ৯৪.৮৭ সিএফটি যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা হতে পারে বলে জানায় মাটিরাঙা ফরেস্ট অফিস।
রাজস্ব ফাঁকি দেওয়া এ সকল অবৈধ কাঠ পাচারের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান মাটিরাঙা জোন।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!