আজ ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন

আল-মামুন,খাগড়াছড়ি:: ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার ও জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠন।

শনিবার (২১ আগস্ট ২০২১) বিকেলে নারিকেল বাগানস্থ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সামনে প্রধান সড়কে ব্যানার নিয়ে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা হামলায় জড়িতদের বিচারের দাবী জানান। সে সাথে চিহিৃত পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে ২০০৪ সালের ২১শে আগস্ট বর্বোরোচিত গ্রেনেড হামলা করা হয়ে ছিল। এদেশ থেকে বঙ্গবন্ধুর পরিবারের নাম মুছে ফেলতেই বিএনপি-জামাত জোট এই বর্বোরোচিত হামলা চালায় বলে অভিযোগ করেন।

এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক পাজেপ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি পরিষদের বর্তমান চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কলান মিত্র বড়ুয়া, মংক্যচিং চৌধুরী, তপন কান্তি দে, যুগ্ম সম্পাদক এড. আশুতোষ চাকমা,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, পার্থ ত্রিপুরা জুয়েল, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ,জেলা যুবলীগ সম্পাদক ইসমাইল হোসেন,জেলা ছাত্রলীগ আহবায়ক উবিক মোহন ত্রিপুরাসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।

এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও আলোচনা সভা,নিহতদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনটি।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!