আজ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

সাংবাদিকের নাম ভাঙ্গিয়ে প্রতারণা ও চাঁদাবাজী

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি বিভিন্ন অনলাইন চ্যানেল ও পত্রিকার পরিচয়পত্র ব্যবহার করে ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষকে হুমকি দিয়ে চাঁদা আদায় করে এক ভুয়া সাংবাদিক চক্র। এতে বিপাকে পড়ছেন পেশাদার সাংবাদিকরা। পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে বিশেষ অভিযানের নেয়া হবে।

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বিভিন্ন এলাকায় দুই তিনজন ভুয়া নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজী করছে। তার কাছ থেকে দুই তিনটি অনলাইন চ্যানেল এবং তিন চারটি পত্রিকার পরিচয়-পত্র দেখাচ্ছে। এছাড়াও বিভিন্ন সংগঠনের দোহাই দিয়ে কখনো টেবিল কোনো চেয়ার, কোনো জটিল চিকিৎসার খরচ আবার কোনো সফরে যাওয়ার খরচ দাবি করার অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রতিনিধি দুঃখ প্রকাশ করে গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলমকে বলেন, দুই তিনজন তথাকথিত নামধারী সাংবাদিক বিভিন্নভাবে হয়রানী ও টাকা দাবি এবং ছেলে মেয়ের বিবাহেও বিভিন্ন ইস্যুতে টাকা দাবি সহ মিথ্যা সংবাদ প্রকাশ করে জনপ্রতিনিদিদের মানহানি ও হেয় প্রকাশ করছে। এসকল প্রতারক চক্র বিভিন্ন সাংবাদিক সংগঠনের নাম ভাঙ্গিয়ে চাদাবাজী করছে।
এ বিষয়ে পেশাদার সাংবাদিক সংগঠন তিব্র প্রতিবাদ প্রকাশ করে। প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বলেন, সাংবাদিক সংগঠনের একটি নীতি মালা রয়েছে। নীতির বর্হিভুত কাজ করা ব্যক্তিদের প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন স্থানীয় সাংবাদিক নেতারা।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!