নিজস্ব প্রতিবেদক:: আইডিএফ- এলইএএন প্রকল্প কর্তৃক আয়োজিত গুইমারা উপজেলায় (পাবলিক প্রাইভেট পাটর্নাশীপ প্লাটফর্ম) পি পি পি পি কমিটি কর্তৃক এল এস পিদের মাঝে কৃষি উপকরন ক্রয় করার সংক্রান্ত বিষয় মাঠ পর্যায়ে কৃষকদেরকে নিয়ে এক কর্মশালা মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন করা হয়।
গুইমারা উপজেলা সম্মেলন কক্ষে ৩ অক্টোবর ২০২১ সকাল ১০ টার সময় উক্ত পরিকল্পনা কর্মশালায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইডিএফ-এলইএএন প্রকল্পের উপজেলা ফ্যাামিলিটেটর অজিত মারমা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্ত সুমন কর। এই পরিকল্পনা প্রণয়নে ২০ জন মাঠ পর্যায়ে পুরুষ মহিলা কৃষক অংশগ্রহন করেছেন।
অত্র প্রকল্পের মাঠ পর্যায়ে এল এস পি কৃষক কর্মশালায় অংশগ্রহন কারী সহকারী কৃষি কর্মকর্তা তার বক্তব্যে পুষ্টির ও কৃষি উৎপাদন উপকরণ সংক্রান্ত বিষয়ে নানান দিক তুলে ধরেন।
Leave a Reply