নিজস্ব প্রতিবেদক:: সারাদেশে তৃতীয় ধাপে ১০০৭ ইউনিয়ন পরিষদের ভোট হবে ২৮ নভেম্বর। গত ১৪ অক্টোবর বৃহস্পতিবার নিবাচর্ন কমিশন সভায় অনুমোদন এর পর ৩য় ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষনা করেন ইসি সচিব মো: হুমায়ন কবির খোন্দকার। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী রির্টানিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান সাধারন সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোটগ্রহন হবে ২৮ নভেম্বর। ১০ টি পৌরসভায় একই দিনে ২৮ নভেম্বর ভোট হবে বলে জানান ইসি সচিব। সে ক্ষেত্রে মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় একই রকম রয়েছে।
জানাযায়, পাবলিক পরিক্ষা এসএসসি ও এইচএসসির সময় সূচি বিবেচনায় নিয়ে ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। সে ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না বলে মনে করেন। ভোটের সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই কেন্দ্র হিসাবে ব্যবহার হয়। শিক্ষকরা অনেকেই ভোটের দায়িত্বে থাকেন।
Leave a Reply