আজ ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

গুইমারাতে কোভিড-১৯ আক্রান্ত রোগীর পরিচর্যা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ সমাপ্ত

নুরুল আলম:: বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে কোভিড-১৯ আক্রান্ত রোগীর পরিচর্যা, প্রসূতিদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা মুলক ৪দিন ব্যাপী প্রশিক্ষণ, গুইমারাতে সমাপ্ত হয়েছে।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা’র) সহযোগিতায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমিটির বাস্তবায়নে এবং উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন গুইমারার আয়োজনে ৪দিন ব্যাপী সচেতনতা মুলক প্রশিক্ষণ ২৮ অক্টোবর বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে।

সকাল ১১টায় গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে জাইকার প্রতিনিধি রুনী চাকমার সঞ্চালনায় আলোচ্য শিরোনামের আলোকে সমাপনী প্রশিক্ষণ প্রধান করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো: খায়রুল আলম, উপজেলা ভেটেরিনারী সার্জন ও প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মো:আলমগীর হোসেন।

মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা। অন্যদের মধ্যে গুইমারা সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ বাবুল হোসেন, গুইমারা প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল আলী, সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ এবং প্রশিক্ষণার্থীগন উপস্থিত ছিলেন।

সমাপনী প্রশিক্ষণে প্রশিক্ষকগন কোভিড-১৯ আক্রান্ত রোগীর পরিচর্যা ও প্রসূতিদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সবিস্তারে আলোচনা তুলে ধরে বলেন, প্রশিক্ষণ প্রাপ্তরা প্রশিক্ষণ-লব্ধ জ্ঞান অবশ্যই মাঠ পর্যায়ে কাজে লাগাবেন এবং সকল কে সচেতন করবেন।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!