আজ ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

খাগড়াছড়ির ইউপি নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে মোঃ আবুল কাশেম ভূঁইয়া

নুরুল আলম:: জনপ্রিয়তার শীর্ষে মাটিরাঙ্গা উপজেলা ২নং তবলছড়ি ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান, চলমান নির্বাচনে জনগণের মনোনীত আনারস প্রতীক নিয়ে সতন্ত্র চেয়ারম্যান পদ প্রর্থী মোঃ আবুল কাশেম।

তবলছড়ি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড গ্রাম মহল্লা ঘুরে সর্বস্তরের জন সাধারণের সাথে অলাপ কালে তারা বলেন, তিন বারের নির্বাচিত চেয়ারম্যন আবুল কাশেম ভূঁইয়া নামে পরিচিত সে-তবলছড়ি ইউনিয়নে ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন, তাই চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়ার বিকল্প আর কেউ নেই। সুখে-দুঃখে যারে পাই সে আমাদের আবুল কাশেম ভূঁইয়া ভাই, আগামী দিনে চেয়ারম্যান হিসেবে তাকে আমরা পেতে চাই।

আবুল কাশেম ভূঁইয়া নির্বাচনী এক কর্মী সভায় গণমাধ্যকে লক্ষ করে বলেন, তবলছড়ি ইউনিয়ন বাসী আমাকে ভোটে দিয়ে তিন বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানিয়েছে। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে বিশ্বাসী এক সৈনিক। তবলছড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমাকে ভালো বাসেন, তাই আমি জনগণের ভালোবাসা নিয়ে সতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যন পদে নির্বাচনে অংশগ্রহণ করেছি। কিন্তু পরিতাপের বিষয় আমার প্রতিদন্দ্বি চেয়ারম্যন পদ প্রার্থীর সমর্থকরা তাদের পরাজয় বুঝতে পেরে আমি সহ আমার সমর্থকদের বিভিন্ন ভাবে ভয়-ভীতি দেখাচ্ছে। আমি জনগণের ভোটে বিশ্বাসী, কারো অধিকার হরণে বিশ্বাসী নই, আমি আশাবাদী যে, আগামী নির্বাচনে জনগণ আমাকে ভোট দিয়ে তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করবে।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!