আজ ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নুরুল আলম: খাগড়াছড়িতে নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয় যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও কেক কাটা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয় এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণিসহ ৭৫ এর ১৫ আগস্ট নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বৃহস্পতিবার ১১ নভেম্বর সকাল ১১ টায় খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেনের সঞ্চালনায় ও সহ-সভাপতি মংরে মারমার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী পূণর্বাসন সংক্রান্ত টাস্কফোর্সের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সভাপতি কজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এছাড়া উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন এমপির সহধমির্নী মল্লিকা ত্রিপুরা, জেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি রণবিক্রম ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সদস্য মোহাম্মদ শানে আলম, জেলা শ্রমিকলীগের সভাপতি মো: জানু শিকদার প্রমূখ।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!