আজ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

পুলিশের অভিযানে পেটের ভেতর ইয়াবাহসহ ৩জন আটক


নিজস্ব প্রতিবেদক:: পার্বত্য অঞ্চলের তিনটি জেলাসহ কক্সবাজারের একটি চক্র মাদক দ্রব্য পাচার ও সেবনের কাজে অভিনব কায়দা ব্যবহার করছে। বান্দরবানের লাইক্ষ্যংছড়ি থানার আওতাধীন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের টহলদলের তল্লাশীতে পেটের ভেতর বহন করা ইয়াবা নিয়ে এক দম্পত্তিসহ ৩ মাদক কারবারি আটক হয়েছে।

গত বুধবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ সড়কের টিভি টাওয়ারের বিপরীত ফাঁকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে ঘুমধুমের ইয়াহিয়া রাবার বাগান সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় সন্দেহভাজন হিসেবে এক মহিলা সহ ৩জনকে আটক করে। ধৃতদের মধ্যে মহিলাটি বমির মধ্যে ইয়াবা বের করে দেয়। মহিলার স্বীকারোক্তিতে অপর ২জনের নিকটও ইয়াবা থাকার কথা জানান। ধৃতদের তল্লাশী চালিয়ে সোয়া ৫ লাখ টাকা মূল্যের ১৭ শ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ধৃতরা হলেন, নাটোরের সদর উপজেলার ছাতনী বেলঘরিয়ার মো: হালিম শেখের স্ত্রী, জলিল মৃধা ও মৃত লৎফা বেগম দম্পতির কন্যা রেশমা আক্তার (৩৩), রেশমার স্বামী পাবনার সদর উপজেলার কোলচরি পূর্ব চরতারাপূর এলাকার মৃত রাহিম শেখ ও শাহিদা খাতুন দম্পতির ছেলে মো: হালিম শেখ (৩৭) এবং নড়াইলের সদর উপজেলার মধুরগাথি এলাকার শহীদুল ইসলাম ও মোরশেদা বেগম দম্পতির ছেলে সালাহ উদ্দিন (২২)।

এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!