আজ ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

অবশেষে শপথ নিলেন তবলছড়ি ইউপি নির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম ভুঁইয়া


নিজস্ব প্রতিবেদক:: সকল জল্পনা কল্পনার অবসান হয়ে অবশেষে খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউপি নির্বাচনে (স্বতন্ত্র) চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন আবুল কাশেম ভুইঁয়া।
বুধবার (২৬ শে জানুয়ারী) সকালের দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করালেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
মামলার জটিলতা কাটিয়ে গত ১২ জানুয়ারী আবুল কাশে ভুইয়াকে তবলছড়ি ইউপি চেয়ারম্যান হিসেবে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়,গত ১১ নভেম্বর তবলছড়ি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো: আবুল কাশেম ভুঁইয়া ৫হাজার ৩১ ভোট পান। অন্যদিকে নৌকা প্রতীকের প্রার্থী নুর মোহাম্মদ ৫হাজার ১০ ভোট। নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে খাগড়াছড়ি জেলা যুগ্ন জজ আদালতে মামলা দায়ের করেন নৌকা প্রার্থী।
এরপর তবলছড়ি ইউপি নির্বাচনের গেজেট স্থগিত করা হয়। এ ঘটনায় ২৩ শে ডিসেম্বর মামলাটির স্থগিতাদেশ দেন উচ্চ আদালত। ১২ জানুয়ারী নির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়া কে চেয়ারম্যান ও অপর ১২ জন সদস্যের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!