আজ ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

পাহাড়ের প্রতিটি ঘরে সরকার বিদ্যুতের আলো পৌঁছে দিবে বীর বাহাদুর উশৈসিং


নুরুল আলম:: পাহাড়ের প্রতিটি ঘরে সরকার বিদ্যুতের আলো পৌঁছে দিবে বলে মন্তব্য করেছেন পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। মন্ত্রী বলেন, আমরা দেশের সুষম উন্নয়নে বিশ্বাসী। কাজেই আমাদের লক্ষ্য শুধু শহরেই নয় তৃণমূলের গ্রাম গঞ্জের ঘরে ঘরে বিদ্যুতের সেবা পৌঁছে দেয়া।
শুক্রবার (১১ফেব্রুয়ারি) সকালে বান্দরবানের রুমা উপজেলার মুনলাই পাড়া এলাকায় ৯৯ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যুতের লাইনের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় মন্ত্রীর সাথে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ণ বোর্ডের প্রকল্প পরিচালক আবদুল আজিজ, নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, এলজিইডি নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন শিবলী, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা, বিদ্যুৎ বিভাগের প্রকল্প পরিচালক প্রকৌশলী উজ্জ্বল বড়ুয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী পার্বত্য জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রায় ৫০ কোটি টাকার ২১টি প্রকল্পের উদ্বোধন করেন।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!