আজ ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত


নুরুল আলম:: খাগড়াছড়িতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ দিনব্যাপী প্রশিক্ষণ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে সূচিত প্রশিক্ষণে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা এবং যুগ্ম-সচিব ডা. পারভেজুর রহিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ।
অতিরিক্ত জেলা প্রশাসক কে এম ইয়াসির আরাফাত’র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার কে এইচ এম এরশাদ, প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া এবং খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সভাপতি প্রদীপ চৌধুরী।
জেলা পর্যায়ের বিভাগীয় প্রধান, চিকিৎসক, পেশাজীবী প্রতিনিধিসহ অংশীজনের উপস্থিতিতে সম্পন্ন প্রশিক্ষনে জেলায় তামাক’র ব্যবহার এবং তামাক চাষ নিরুৎসাহিত করতে ভ্রাম্যমান আদালত কার্যক্রম বাড়ানো, প্রচার প্রচারণা বৃদ্ধি, জনসচেতনতা সৃষ্টি’র সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!