নুরুল আলম:: করোনার ভ্যাকসিন কার্যক্রম ত্বরান্বিত করতে আগামী ২৬ ফেব্রুয়ারী এক দিনে এক কোটি মানুষকে টিকা গ্রহণে তৃণমূলে প্রচারণা করেছেন তথ্য অফিস।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) সকাল বিকেল খাগড়াছড়ি জেলার রামগড় তথ্য অফিসের উদ্যোগে রামগড়, গুইমারা, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলার অফিস, আদালত, বাসস্ট্রেশন, বাজার ও স্কুল কলেজ গেইট এবং জনসমাগম স্থলে প্রচারণা করা হয়েছে।
আগামী ২৬ ফেব্রুয়ারী এক দিনে এক কোটি কোভিড-১৯ (এখনো টিকা নেয়নি বা পায়নি এমন) সকলে রেজিষ্ট্রেশন ছাড়াই টিকা নিতে পারবে। রামগড় তথ্য অফিসের ঘোষক মুহাম্মদ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, যেসব মানুষ করোনার এখনো পর্যন্ত করোনা ভ্যাকসিন গ্রহন করেনি তারা অনায়াসে রেজিষ্ট্রেশন ছাড়াই আগামী ২৬ ফেব্রুয়ারি তৃণমূলে টিকা গ্রহণের সুযোগ পাবে। তাই রামগড় তথ্য অফিসের অধীনস্থ রামগড়, মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলায় প্রচারণা চলছে।
Leave a Reply