আজ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে ৫’ ভবন উদ্বোধন করলেন আইজিপি ড. বেনজীর আহমেদ

আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়িতে নবনির্মিত নারী ব্যারাক ভবন,৬’তলা ভিত বিশিষ্ট ব্যারাক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ ৫টি দৃষ্টি নন্দন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী ২০২২) বিকেলে খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সে তিনি নবনির্মিত ভবন উদ্বোধনের আনুষ্ঠানিকতায় অংশ নেন।

এ সময় তিনি লাইন্সে পুলিশ সদস্যদের সালাম গ্রহণ শেষে বৈদ্যুতিক চুইজ টিপে নবনির্মিত নারী ব্যারাক ভবনসহ নবনির্মিত ৬’তলা ভিত বিশিষ্ট ব্যারাক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ মানিকছড়ি থানা ভবন,লক্ষীছড়ি থানা ভবন,ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ি ভবনের ভার্চুয়াল উদ্বোধন করেন।

পরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ফিতা কেটে ভবন পরির্দশন করেন এবং পরে বৃক্ষ রোপন করেন প্রধান অতিথি আইজিপি ড. বেনজীর আহমেদ। একই সাথে পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় অংশ নেন তিনি। এর আগে তিনি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টার আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আনোয়ার হোসেন বিপিএম (বার)পিপিএম (বার),অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ইন্টেলিজেন্স) মো: সাইফুল ইসলাম বিপিএম (বার),খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজসহ পুলিশ কর্মকর্তারা এতে অংশ নেন।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ এর আগমনে খাগড়াছড়িতে জেলা পুলিশে উৎসবের আমেজের পাশাপাশি আইজিপি ড. বেনজীর আহমেদ এর প্রথম সফরে উচ্ছ্বসিত পুলিশ সদস্যরা।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!