আজ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

বাজারের প্লট বরাদ্ধে প্রতারণার ফাঁদ মামলার হাজিরা দিতে গিয়ে কারাগারে প্রতারক


নিজস্ব প্রতিবেদক:: পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড়পিলাক এলাকায় বাজারের প্লট বরাদ্ধে নামে বসানো হয়েছে প্রতারণার ফাঁদ। সে ফাঁদে প্রতারক চক্রের সদস্যরা নানা কৌশল খাটিয়ে একে পর এক ধাপে ধাপে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের চাঁদা উত্তোলন ও মোটা অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মামলার আসামী অভিযোগকারীকে, বাজার ফান্ড প্রশাসক এর সাথে প্লট বরাদ্ধের সুযোগ করে দেওয়ার নামে প্রলবণ দেখিয়ে তার ১ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে।

প্রতারক সে টাকা বাজার ফান্ড প্রশাসক এর সরকারি একাউন্টে টাকা জমা দিয়ে বাজার প্লট বরাদ্দে কবুলিয়ত এনে দেওয়ার নামে মোটা অঙ্কের অর্থ হাতানোর পরবর্তিতে ২০১৮ সালের ০২ ফেব্রুয়ারী ও বিভিন্ন সময়ে প্লট দেওয়ার নামে প্রতারণার ফাঁদ পেতে আদায়কৃত অর্থ আত্মসাৎ করে বড় পিলাক বাজার কমিটির ক্যাশিয়ার।

বড়পিলাক এলাকার বাজার কমিটির পক্ষ থেকে ২১৬টি বাজার প্লট বরাদ্ধের কথা ছিল। এরই মধ্যে ঐ সিধান্তের অনুকুলে ১৮৬টি প্লট প্রতি ১ লক্ষ টাকা করে হাতিয়ে নেন। এর পর পূণরায় চুক্তির বাহিরে ১৫-২০ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার (৮ মার্চ ২০২২) মামলার প্রেক্ষিতে খাগড়াছড়ি জেলা বিজ্ঞ আমলী আদালতে সি আর-৮৬ মামলায় হাজিরা দিতে গিলে আদালত অভিযুক্ত ছানাউল্লাহ (মেম্বার) ও বড় পিলাক বাজার কমিটির ক্যাশিয়ারকে প্রতারণার দায়ে জামিন আবেদন খারিজ করে দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে। এই মামলায় বাহিরেও একটি সিন্ডিকেট চক্র প্রতারণার সাথে যুক্ত আছে বলে সূত্র জানান। আটককৃত ছানাউল্লাহ আদালতে হাজিরা দিতে গিয়ে আটক হলেও এখনো দাঁপিয়ে বেড়াচ্ছে অন্যরা।

অভিযোগ সূত্রে জানায়, আসামী একজন প্রতারণা,বিশ্বাস ভঙ্গকারী,আত্মসাৎসহ ভয়ভীতি প্রদর্শনের ঘটনার আইন অমান্যকারী। তাই আসামীকে দেশের প্রচলিত আইন কানুনের তোয়াক্কা না করায় বিচারীক আদালত অভিযুক্ত আসামীকে জেল হাজতে প্রেরণ করে।

বড়পিলাক এলাকায় জনমানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়ন করার লক্ষে জনৈক হারিছ মিয়া রেজি: বন্ড নং- ২৮৪/১৮ (রাম), তাং- ০৩/০৯/২০১৮ মূলে বাজার ফান্ড প্রশাসক খাগড়াছড়ি এর বরাবরে ২ (দুই) একর ৩য় শ্রেনীর ভূমিতে বাজারটি সৃজন করার লক্ষ্যে জায়গা দান করে। একই সাথে সৈয়দ হোসেন মেম্বার ১ কানী জমি বাজার প্লটের জন্য দান করেন। সে দানের জায়গার সুযোগে কৌশলে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বাজার কমিটি। কিন্তু সে বাজার উন্নয়নের নামে তারা প্লট বিক্রির সিন্ডিকেট সৃষ্টি করে মানুষকে হয়রানি করার অভিযোগে একাধিক মামলা হয়েছে খাগড়াছড়ি আদালতে।

বিষয়টি জানার পর আত্মসাৎকৃত টাকার বিষয়ে প্রতারক বিভিন্ন অযুহাত দেখায় ফেরত না দিয়ে দিবে-দিচ্ছে বলে কাল ক্ষেপন করে যাচ্ছে বলে সূত্র জানায়। এসব কর্মকান্ডের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই তাকে বিভিন্ন ভাবে হুমকি ধমকিসহ কোথাও কোন বিচার প্রার্থী হলে পিঠের চামড়া তুলে নেওয়ারও ভুমকি দেওয়ার কথা জানান সূত্র। পরে বিষয়টি আদালত জানার পর প্রতারককের জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করে।

উক্ত মামলায় বাদি পক্ষের আইনজীবি হিসেবে এ্যাডভোকেট মো: নজরুল ইসলাম ও আসামী পক্ষে এ্যাডভোকেট মহিউদ্দিন কবির, এ্যাডভোকেট আরিফ উদ্দিন আদালতে তাদের যুক্তি তর্ক উপস্থাপন করেন। পরে বিচারীক খাগড়াছড়ি আমলী আদালতের ম্যাজিষ্ট্রেট ফারহান ইখতিয়ার এর আদালত প্রতারককে জেল হাজতের নির্দেশ দেন।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!