নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশ দূষণ কমিয়ে আনতে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার ১৩০টি অবৈধ ইটভাটা ও এর আনুষঙ্গিক স্থাপনাগুলো গুড়িয়ে দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে আগামী ৬ সপ্তাহের এই নির্দেশ বাস্তবায়ন করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে সংশ্লিষ্টদের।
সম্প্রতি, আদালত ৩ পার্বত্য জেলার জেলা প্রশাসকদের আগামী ৩ দিনের মধ্যে এসব অবৈধ ইটভাটার মালিকদের বিরুদ্ধে মামলা দায়েরসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। পরিবেশের ক্ষতি ও দূষণ থেকে রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা রিট আবেদনের শুনানিকালে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ফাতেমা নাজিবের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
রিট আবেদনকারী সংস্থার আইনজীবী মনজিল মোরশেদ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকদের বলেন, ইটভাটা নিয়ন্ত্রণ আইন-২০১৩ অনুসারে অবৈধ ইটভাটা পরিচালনার সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড। এর আগে ৩ পার্বত্য জেলার জেলা প্রশাসকরা ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়ের মাধ্যমে এ সংক্রান্ত পৃথক ৩টি প্রতিবেদন দাখিল করে জানান, এই ৩ জেলার বিভিন্ন জায়গায় ১৩০টি অবৈধ ইটভাটা আছে।
এর মধ্যে রাঙামাটিতে ২৫টি, খাগড়াছড়িতে ৩৫টি ও বান্দরবানে ৭০টি অবৈধ ইটভাটা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় প্রশাসন ৩ জেলায় মোট ৬৪টি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
পার্বত্য জেলার জেলা প্রশাসকরা এই সকল আদেশের কার্যকারিতা বাস্তবায়ন করছে কিনা তা খতিয়ে দেখার জন্য জোর দাবি করেন সচেতন মহল।
Leave a Reply