আজ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

খাগড়াছড়ির দীঘিনালায় সরকারি গুদাম থেকে পাচারের সময় বইসহ ট্রাক জব্দ


নিজস্ব প্রতিবেদকঃ খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় সরকারি গুদাম থেকে মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক পাচারকালে বইসহ ট্রাক আটক করা হয়েছে। বৃহস্পতিবার ৩১ মার্চ মধ্যরাত ওএ ঘটনা ঘটে। এ ঘটনায় পালিয়ে যায় ট্রাক চালক, হেলপার এবং বই পাচারকারী।
সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার রাত ১২টার সময় পুশিলসহ দাড়িয়ে ইউএনও নিজেদের সংগ্রহ করা শ্রমিক দিয়ে ট্রাক (নং ঢাকা মেট্রো –ট-১৬-২১১৪) থেকে বই নামিয়ে ফের সরকারি গুদামে সংরক্ষণ করছেন। বইগুলো মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক এবং ২০২২ সালের জন্য মুদ্রণ করা হয়।
কিন্তু অভিযানে আসা কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে ততক্ষণে পালিয়ে গেছে ট্রাকের চালক, হেলপারসহ বই পাচারকারী সংশ্লিষ্ট সকলেই।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা মুস্তফা জানান, রাতে ট্রাক ভেের সরকারি গুদাম থেকে বই পাচার খুবই দুঃখজনক ঘটনা। বিষয়টি তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!