নিজস্ব প্রতিবেদক:: রাঙামাটি জেলাধীন কাপ্তাই থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫টি মামলার পলাতক আসামি আরাফাতকে(২২) কে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার কাপ্তাই থানার একটি টিম বিশেষ অভিযান চালিয়ে পলাতক আসামি মো.আরাফাতকে (২২) চট্রগ্রাম জেলাধীন পটিয়ার থানার শান্তির হাট হতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি ৪নং কাপ্তাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডে নতুনবাজার কেপিএম টিলার বাসিন্দা।
কাপ্তাই থানার ওসি মোঃ জসীম উদ্দীন জানান, রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেনের নির্দেশমতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাপ্তাই থানা পুলিশ এর একটি টিম অভিযান পরিচালনা করে তাঁকে চট্রগ্রামের পটিয়া হতে গ্রেপ্তার করে। আসামির বিরুদ্ধে ৫টি পরোয়ানা মামলা রয়েছে। একইদিন তাকে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply