নিজস্ব প্রতিবেদক:: জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ এর কর্মসুচীর আলোকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুস্থ বাসিন্দা এবং এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার কাপ্তাই উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি জেলা আসনের সাংসদ দীপংকর তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন, কাপ্তাই থানার ওসি মোঃ জসীম উদ্দীন, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধি ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ইলিয়াছ সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কাপ্তাই উপজেলার ৩টি এতিমখানায় ও ৫টি ইউনিয়নের সর্বমোট ১০০ জন অসহায় পরিবারের মাঝে বিভিন্ন খাদ্যদ্রব্য প্রদান করা হয়।
Leave a Reply