আজ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

২২ জুন থেকে কাপ্তাই হ্রদে চলবে লঞ্চ

নিজস্ব প্রতিবেদক:: চলতি মাসের বুধবার (২২ জুন) থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে পূর্বের নিয়মানুযায়ী লঞ্চ চলাচল শুরু করবে।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে এমন তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌ অভ্যন্তরীণ চলাচল ও যাত্রী পরিবহন সংস্থা রাঙামাটি জেলার চেয়ারম্যান মঈনুদ্দীন সেলিম।

গত কয়েকদিনের প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের সুবলং চ্যানেলে তীব্র স্রোত সৃষ্টি হওয়ায় বড় ধরণের দুর্ঘটনা এড়াতে হ্রদের পাঁচটি নৌপথে গত দু’দিন ধরে লঞ্চ চলাচল বন্ধ রেখেছিল লঞ্চ মালিক সমিতি। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টিপাত বন্ধ হওয়ায় এবং নদীর স্রোত কমে যাওয়ায় বুধবার থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক করার ঘোষণা দেয় লঞ্চ মালিক সমিতির নেতারা।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!