আজ ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

রাঙামাটিতে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের আর্থিক প্রণোদনা প্রদান

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে করোনাকালীন ক্ষতিগ্রগ্রস্ত ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা পরিষদের আয়োজনে পরিষদের মিলনায়তনে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। জেলা পরিষদের সদস্য ঝর্ণা খীসার সভাপতিত্বে এসময় জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর, অংসুই সাইন চৌধুরী বক্তৃতা করেন। নারী উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন- রিহ্যাব টেক্সটাইল এর স্বত্বাধিকারী মনোয়ারা বেগম, জুম সদনের স্বত্তাধিকারী বিনতী চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন মোহাম্মদ শিবলী রোমান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি দীপংকর বলেন- বর্তমান সরকারের আমলে নারীরা এগিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছেন। নারীরা এগিয়ে গেলে দেশের অর্থনীতি সমৃদ্ধশালী হবে, দেশ এগিয়ে যাবে।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!