আজ ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

মানিকছড়িতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ’র চাল বিতরণ


নুরুল আলম:: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় সাড়ে ৮ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল থেকে তদারকি কর্মকর্তাদের উপস্থিতিতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ এই ভিজিএফ’র খাদ্যশস্য সুবিধাভোগীর হাতে তুলে দেওয়া হয়।

উপজেলা প্রকল্প কর্মকর্তা অফিস সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার চার ইউনিয়নে ৮ হাজার ৪৫৮ হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি হারে চাল বরাদ্দ করা হয়েছে। এই চাল বৃহস্পতিবার একযোগে বিতরণ শুরু করেছেন জনপ্রতিনিধিরা। বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর করতে প্রতিটি ইউনিয়নে তদারকি কর্মকর্তা নিয়োগ করেছে উপজেলা প্রশাসন।

ভিজিএফ চাল বিতরণের মাধ্যমে ১ নম্বর মানিকছড়ি ইউনিয়নে ২ হাজার ৫শত ৮৬ পরিবার, ২ নম্বর বাটনাতলী ইউনিয়নে ২ হাজার ৪৩ পরিবার, ৩ নম্বর যোগ্যাছোলা ইউনিয়নে ১ হাজার ৬শত ২৯ পরিবার ও ৪নম্বর তিনটহরী ইউনিয়নে ২ হাজার ২শত পরিবার উপকৃত হবে।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!