আজ ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

নানিয়ারচরে বজ্রপাতে ইউপি সচিব নিহত; আহত ১


নিজস্ব প্রতিবেদক:: রাঙামাটির নানিয়ারচরে বজ্রপাতে বুড়িঘাট ইউনিয়ন পরিষদ সচিব জয় চকমা (২৮) নিহত হয়েছে।

শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বুড়িঘাট ইউনিয়নে নিজ বাড়িতে বজ্রপাতে জয় চাকমা অজ্ঞান হয়ে পড়ে। সে নানাক্রুম পাড়া এলাকার সত্যলাল চাকমার ছেলে।

বুড়িঘাট ইউপি প্যানেল চেয়ারম্যান কল্পনা চাকমা জানান, বিকেলে বৃষ্টির পাশাপাশি বিকট আওয়াজে একটি বজ্রপাত হয়। এসময় জয় চাকমা অজ্ঞান হয়ে পড়ে। পরে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এঘটনায় ইউপি সদস্য তুফান চাকমা জানান, ঐ সময় একই এলাকার পূর্ণিমা চাকমা (২০) নামে এক নারী আহত হয়েছে। বজ্রপাতের সাথে সাথে সেও অজ্ঞান হয়ে পড়ে। তবে জ্ঞান ফেরার পরে এখন সে নিজ বাড়িতে অবস্থান করছে।

এবিষয়ে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদার বলেন, বজ্রপাতে জয় চাকমা নামে এক যুবক নিহতের ঘটনা জেনেছি। রাঙামাটি সদর হাসপাতাল থেকে তার লাশ নিজ বাড়িতে আনা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!