নুরুল আলম:: খাগড়াছড়ি জোনের তত্ত্বাবধানে পানছড়ির সাব জোন বিভিন্ন সম্প্রদায়ের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।
শনিবার (১৩ আগস্ট) সকাল ৯টায় পানছড়ি সাব জোন কমান্ডার মেজর জোবায়ের মাহামুদ উপস্থিত থেকে অসহায় ও দুস্থদের হাতে এসব সামগ্রী তুলে দেন।
জানা যায়, নানান সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার সকল সম্প্রদায়ের মানুষের মনের গভীরে স্থান করে নিয়েছে খাগড়াছড়ি জোনের অধিনস্থ পানছড়ি সাব জোন।
উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে আর্থিক সহায়তা, গৃহ, কালভার্ট নির্মাণ, খেলাধুলার সামগ্রী, চিকিৎসা সেবা, গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ছিল উল্লেখযোগ্য। সহায়তা নিতে আসা গুরিমালা ত্রিপুরাসহ অনেকেই ত্রাণ সামগ্রী ও মশারি পেয়ে খুশির কথা জানান।
Leave a Reply