আজ ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

গুইমারায় গুলিতে ইউপিডিএফ সংগঠক “আগুন” নিহত

নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারায় অস্ত্রধারীদের গুলিতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের গুইমারা শাখার সংগঠক অংথোই মারমা ওরফে আগুন (৫২) নিহত হয়েছে। শুক্রবার (২রা সেপ্টেম্বর ২০২২) শুক্রবার সকাল ১০টার দিকে গুইমারা উপজেলার দেওয়ান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অংথোই মারমা উপজেলার বুদং পাড়ার (যৌথ খামার) কংহ্লাউ মারমার ছেলে ও ওই এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ এর গুইমারা ইউনিটের দায়িত্বে ছিলেন। ঘটনার পরপর খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

ইউপিডিএফের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করে বলেন, সকালে ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা সাংগঠনিক কাজে যাচ্ছিলেন। এ সময় দেওয়ান পাড়া এলাকায় পৌঁছলে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে জানান। এ হত্যাকাণ্ডের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানান সংগঠনটি।

তবে এ অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ গণতান্ত্রিক গুইমারা উপজেলা সমন্বয়ক নবীন চাকমা বলেন, আমি বিষয়টি শুনেছি। ইউপিডিএফের নিজেদের কোন্দল ও চাঁদার টাকা ভাগাভাগী নিয়ে তাকে নিজেরাই হত্যা করে ইউপিডিএফ গণতান্ত্রিক এর উপর দায় চাপানোর চেষ্টা করছে বলে পাল্টা অভিযোগ তোলেন।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!