আজ ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

মার্কস এ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পিয়নশীপে খাগড়াছড়ি ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজ জয়ী


নুরুল আলম:: খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় ২ দিনব্যাপী মার্কস এ্যাকটিভ স্কুল চেস (দাবা) চ্যাম্পিয়নশীপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামের সম্মেলন কক্ষে ২ দিনব্যাপী দাবা খেলা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক. পিবিএম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

এ মার্কস এ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পিয়নশীপে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, টিউফা আইডিয়াল স্কুল, পুলিশ লাইন স্কুল, পেরাছড়া উচ্চ বিদ্যালয়সহ মোট ৬টি স্কুল অংশগ্রহণ করেন। এতে চ্যাম্পিয়ন হয়েছেন খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং রানার্সআপ হয়েছেন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়।

এ সময় জেলা অতিরিক্ত পুলিশ সুপার কেএইচএম এরশাদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, ক্রীড়া সংগঠক আজহার হীরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!