আজ ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

গুইমারায় মাসিক আইনশৃঙ্খলা সভা


নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মো: মোতাছেম বিল্যাহ।

২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার সকাল ১০টায় গুইমারা উপজেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলার সকল দপ্তরের সরকারি কর্মকর্তা, গুইমারা প্রেসক্লাব সভাপতি, গুইমারা থানার অফিসার ইনর্চাজ এর প্রতিনিধি সহ গুইমারা সদর, হাফছড়ি ও সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি মেমং মারমা বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আসছে আগামী শারদীয় দূর্গাপূজা উৎযাপনে সকল জনসাধারণ, প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধি, সাংবাদিকদের আহ্বান জানিয়ে বলেন কোনো প্রকার বিশৃঙ্খলা কিংবা অপৃতিকর ঘটনা যাতে না ঘটে সেই দিকে সকলের কড়া নজর রাখতে হবে।

সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ বলেন, সারাদেশের ন্যায় গুইমারা উপজেলা পূজা উৎযাপনে যাতে কোনো প্রকার প্রতিবন্ধকতা কিংবা অপৃতিকর ঘটনা না ঘটে সেইদিকে কড়া নজর রাখার জন্য প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের আহ্বান জানান। এছাড়াও সরকারি সহযোগিতর মাধ্যমে প্রতিটি পুজা মন্ডপে সিসিটিভি ক্যামেরায় ব্যবস্থা করা হচ্ছে। ৪টি পূজা মন্ডপের জন্য সরকারি প্রাপ্ত সহযোগিতা প্রদান করছে তা যাতে সুষ্ঠ ভাবে পূজা মন্ডবে ব্যবহার করা হয়।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!