আজ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

কাপ্তাই হ্রদে নিখোঁজ দু’জনের মরদেহ উদ্ধার

নুরুল আলম:: রাঙামাটির লংগদু উপজেলায় বালুভর্তি বোট ও স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ নভেম্বর) দিনগত রাত তিনটার দিকে এই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাতে লংগদু উপজেলার কাট্টলী এলাকায় জেলেদের জালে কলেজ শিক্ষার্থী রিটনের মরদেহটি ভেসে উঠে। পরে রবিবার (৬ নভেম্বর) সকাল ৬টার দিকে একইস্থানে ভেসে ওঠে এলোমিনা চাকমার মরা দেহ।

লংগদু থানার ভারপ্রদপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হবে।

উল্লেখ্য- গত শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা স্পিডবোট ও রাঙামাটি থেকে ছেড়ে আসা বালুভর্তি বোট মুখোমুখি সংঘর্ষে স্পিটবোটে থাকা দুইযাত্রী হ্রদে ডুবে যায় এবং সাতজন যাত্রী আহত হয়।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!