আজ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান


নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে বিভিন্ন অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

রবিবার (১৩ নভেম্বর) দুপুরে দীঘিনালা জোন সদরে অসহায় এবং অসুস্থ রোগীদের মাঝে নগদ অর্থ সহায়তা তুলে দেন দীঘিনালা জোন অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্ণেল রুমন পারভেজ পিএসসি।

এসময় মেরুং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত শামসুল হকের ছেলে রবিউল্যা (৫০) মেয়ের বিবাহ, ৪নং ওয়ার্ডের ভিডিপি সদস্য মো. আবু হানিফের হার্টের চিকিৎসা, কবাখালী ইউনিয়নের হেডম্যান পাড়া গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে মানিক (৪৫) এর চিকিৎসা এবং মেরুং ইউনিয়নের মধ্যবোয়ালখালী গ্রামের মুছা মিয়ার স্ত্রী আমেনা বেগমকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর আদিব বিন আকরাম, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এমএ মোমেন সিহাব প্রমুখ।

এসময় মেরুং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত শামসুল হকের ছেলে রবিউল্যা (৫০) মেয়ের বিবাহ উপলক্ষে নগদ অনুদান হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

দীঘিনালা জোন অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্ণেল রুমন পারভেজ পিএসসি জানান, সেনাবাহিনী সবসময় অসহায়, গরীব ও দুঃস্থ লোকজনদের পাশে আছে, ভবিষ্যতেও পাশে থাকবে।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!