আজ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

লক্ষ্মীছড়ি জোনে সেনাবাহিনীর মাসিক নিরাপত্তা সমম্বয় ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনীর খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) লক্ষ্মীছড়ি জোনে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল এএইচএম জোবায়ের, পিএসসি, জি।

এসময় জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাহমুদুন্নবী, পিএসসি, ক্যাপ্টেন এসএম মাহমুদ হাসানসহ সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী, ভাইস চেয়ারম্যান রাজু চাকমা, সুমনা চাকমা, অফিসার ইনচার্জ সমির সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমানসহ, হেডম্যান কারবারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় লেফট্যানেন্ট কর্নেল এএইচএম জোবায়ের, পিএসসি, জি, সবাই মিলে এক সাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘এলাকার শান্তি ও সহাবস্থান বজায় থাকলে এলাকার উন্নয়ন দ্রুত এগিয়ে যাবে।’

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!