নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই:: রাঙামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে চারটি সেতু উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) সকালে সেতুগুলো উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
সেতু উদ্বোধন শেষে তিনি বলেন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে পর্যটন শিল্পের বিকাশ ঘটে। এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থারও উন্নতি হয়। বর্তমানে রাঙামাটিতে পর্যটকদের আনাগোনা বেড়েছে। এই সড়ককে ঘিরে আসে পাশে রিসোর্টও তৈরি হচ্ছে। এসব স্থপনা তৈরির ফলে এই এলাকার মানুষের অর্থনৈতিক পরিবর্তন আসছে।’
এলজিইডির পক্ষ থেকে জানানো হয়, আসামবস্তি-কাপ্তাই সড়কে ৪৮, ১২০, ৯৬ ও ৪৮ ফুটের মোট চারটি নতুন সেতু নির্মাণ করা হয়েছে। এর মোট ব্যয় হয়েছে প্রায় ১৫ কোটি টাকা।
এসময় রাঙামাটি এলজিইডি নির্বাহী প্রকৌশলী আহমেদ শফিসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলে
Leave a Reply