নুরুল আলম:: আগামীকাল শনিবার (৭ জানুয়ারি) খাগড়াছড়ি স্টেডিয়ামে পর্দা উঠছে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস-২০২৩। গেমসে বিভিন্ন ইভেন্টে মানসম্মত খেলোয়াড় পাঠানোর প্রস্তুতি হিসেবে দেশব্যাপী এ আসর অনুষ্ঠিত হচ্ছে।
এ উপলক্ষে আজ শুক্রবার (৬ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য পাঠ করেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা। এর আগে খাগড়াছড়ি পৌরসভার মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শাপলা চত্বর ঘুরে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলমসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। এ গেমসে জেলার নয় উপজেলার খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন।
Leave a Reply