নিজস্ব প্রতিবেদক-বিলাইছড়িতে আলোমতি চাকমা নামে এক মহিলা (নারী) বাজার এলাকা হতে নিখোঁজ হয়েছে বলে জানান তার স্বামী অমর চাকমা ও কার্বারি থুইপ্রু মার্মা ( আকাশ)। তারা আরো জানান, গত রবিবার ঘর থেকে বাজারে দিকে আসলে আর বাড়ীতে ফিরে আসেনি, অনেক খোঁজা খুঁজির পর আর তাকে পাওয়া যায়নি। পরে তার স্বামী অমর বিকাশ চাকমা গত রবিবার […]